কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার সাতজন বীরমুক্তিযোদ্ধার পরিবার পেলেন সরকারিভাবে নির্মিত বীরনিবাস। গতকাল মঙ্গলবার বিকালে ভালতা গ্রামে আনুষ্ঠানিকভাবে বীরনিবাসের চাবী হস্তান্তর করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু মুসা, বীরমুক্তিযোদ্ধা বৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যারা সরকারিভাবে নির্মিত বীরনিবাস পেলেন তারা হলেন ভালতা গ্রামের বীরমুক্তিযোদ্ধা এম, এ সামাদ, বরংগাশনির বীরমুক্তিযোদ্ধা মরহুম আঃ হাই এঁর পরিবার, মহিষামুড়ার বীরমুক্তিযোদ্ধা আঃ হামিদ, পিপড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমানের পরিবার, হরিপুরের বীরমুক্তিযোদ্ধা ভবানীকান্ত সরকার, পাঁচপীরের বীরমুক্তিযোদ্ধা আফতাব হোসেন, কালাই থিয়টপাড়ার বীরমুক্তিযোদ্ধা আকবর আলী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, এই সাতটি বীরনির্বাস নির্মাণে সরকারের ব্যায় হয়েছে ৯৮ লাখ ৭২ হাজার ৬৭৪ টাকা।
Leave a Reply