কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার নতুন বছরের প্রথমদিন বগুড়ার কাহালু উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত হয়। বছরের প্রথমদিন সরকারিভাবে দেওয়া বিনামুল্যে নতুন পেয়ে শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা মহাখুশি। নতুন বইয়ের ঘ্রান পাওয়ার একটা অন্যরকম আনন্দ শিক্ষার্থীদের মাঝে। গতকাল কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই প্রদানের উদ্বোধন করা হয়। কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মঞ্চে অনুষ্ঠিত বই উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com