কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ আজ মঙ্গলবার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ।
প্রতিযোগিতা অংশ নেয় কালিপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়, আড়োলা উচ্চ বিদ্যালয়, বামুজা আলিম মাদ্রাসা, বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মুরইল আদর্শ উচ্চ বিদ্যালয়, শেখাহার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, কালাই কর্ণিপাড়া উচ্চ বিদ্যালয়, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও মাগুড়া এম, ইউ আলিম মাদ্রাসা।
ফাইনাল প্রতিযোগিতায় বিজয় হয় মাগুড়া এম, ইউ আলিম মাদ্রাসা ও রানার্স আপ হয় মুরইল আদর্শ উচ্চ বিদ্যালয়। বিজয়ী ও রানার্স আপ দলকে টফি দেয়া হয় এবং প্রতিযোগিতায় অংশ নেয়া ৯ শিক্ষা প্রতিষ্ঠানের নয়জন শিক্ষার্থীকে বাইসাইকেল পুরস্কার দেয়া হয়।
বিতর্ক প্রতিযোগিতায় বিচরক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, প্রভাষক মাকছুদুর রহমান, প্রভাষক নাজমুন আকাতার বাবলী, শিক্ষক মোহাম্মাদ আব্দুর রউফ হোসেন, খায়রুন নাহার খেয়া ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার রিফাত আরা খানম।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com