কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ স্বেচ্ছা সেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালী শেষে কাহালুর চারমাথাস্থ ডাঃ কোহিনুর কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাজেদুল ইসলাম খোকন। সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন কবিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান। সভা পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন রাজু। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছা সেবকলীগের নেতাকর্মীসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply