কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের বীরকেদার এলাকায় দাঁড় করানো একটি ট্রাকে পিছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান ট্রাক হেলপার আজিদ (২৭)। আজিদ নওগাঁ জেলার সদর উপজেলার লক্ষণপুরের মোঃ সিদ্দিকের ছেলে। কাহালু থানার এস আই নাজমুল জানান, রাস্তার পাশে দাঁড় করানো ট্রাকে বসেছিল আজিদ। পিছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে দাঁড় করানো ট্রাকটির সামনের দিকে দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকের ভিতরেই আজিদ মারা যান।
Leave a Reply