কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে পিকআপ ভ্যানের ধাক্কায় চলন্ত মটরসাইকেল থেকে ছিটকে পড়ে আপন দুই এসএসসি পরীক্ষার্থী গুরুত্বরভাবে আহত হয়। তাদের দুজনকে উদ্ধার করে বগুড়া মেডিক্যালে ভর্তি করা হলে গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে হুজায়ফা (১৪) মারা যায় এবং রাকিব (১৪) কে মেডিক্যালের আইসিওতে লাইফ সাপোর্টে রাখা হয়। পুলিশ সুত্র জানান, গত বৃহস্পতিবার সাড়ে ১২ টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার যোগারপাড়া পেপার মিলের কাছে এই দুর্ঘটনা ঘটে। হুজায়ফা ও রাকিব মটরসাইকেল নিয়ে ডাল রাস্তা থেকে মহাসড়কে উঠার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা দুজনেই গুরুত্বরভাবে আহত হয়। নিহত হুজায়ফা উপজেলার ভালতা গ্রামের আবু তাহেরের ছেলে এবং লাইফ সাপোর্টে থাকা রাকিব অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসানের ছেলে। কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এই ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।
Leave a Reply