কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার নিরাপদ সড়ক চাই বগুড়ার কাহালু উপজেলা শাখার উদ্যোগে সড়ক নিরাপদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় প্রধান আলোচক ছিলেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
তবে প্রশিক্ষণ কর্মশালার দুই ধরনের আমন্ত্রণ পত্র নিয়ে হয়েছে সমালোচনা। এক আমন্ত্রণপত্রে অতিথিসহ মোট ৩৯ জনের নাম রয়েছে। এই আমন্ত্রণ অনেকের কাছে বিতরণ করা হয়েছে। অভিযোগ উঠেছে সমালোচনার উর্ধে থাকার জন্য নিরাপদ সড়ক চাই কাহালু শাখার নেতৃবৃন্দ কৌশলে প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে আরেকটি আমন্ত্রণপত্র দিয়েছে। তারপরেও এই আমন্ত্রণপত্রেও অতিথিসহ নাম রয়েছে মোট ১৯ জনের।
এই ধরনের আমন্ত্রণপত্র নিয়ে অনেকে সমালোচনা করলেও আবার অনেকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সম্মানে বিষয়টি এড়িয়ে যান। এদিকে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্ব করবার কথা থাকলেও তিনি করেননি সভাপতিত্ব। বিএনপি-জামাতের নেতৃবৃন্দ সরব উপস্থিতি থাকায় মঞ্চেও উঠেনি এবং বক্তব্যও দেননি আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এব্যাপারে নিরাপদ সড়ক চাই কাহালু শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান, বিষয়টি একটু ভুল হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোশারফ হোসেন। প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই এর মহাসসচিব লিটন এরশাদ, কাহালু থানার অফিসার মোঃ আমবার হোসেন, থানা বিএনপির সভাপতি ফরিদুর রহমান ফরিদ।
আলোচকের আলোচনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন দেশকে ভালোবাসলে নিরাপদ সড়ক রাখা সকলের দায়িত্ব ও কর্তব্য। নিয়ম মেনে সড়কে গাড়ি চালানো এবং চলাফেরা করলে দুর্ঘটনার আশঙ্কা কম। সড়ক নিরাপদ রাখতে চালকদের প্রশিক্ষণ খুবই প্রয়োজন। চালকদের প্রশিক্ষণ এবং সকলে সতর্কভাবে চলাফেরা করলে দুর্ঘটনা অনেক কমে আসবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com