কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে কাহালু হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীশেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশন আরা, বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ লিয়াকত আলী সরদার, মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য যে, ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর সকাল ১০ টায় কাহালু চারমাথা এলাকায় মুজিব বাহিনীর কমান্ডার অধ্যক্ষ হোসেন আলীর নেতৃত্বে পাকসেনাদের ঘিরে ফেলে। তারপর মেজর জাকিরসহ বেশ কয়েকজন পাকসেনা আতœসমর্পণ করার মধ্য দিয়ে কাহালু উপজেলা হানাদার মুক্ত হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com