কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে গৃহহীন ও ভ‚মিহীনদের আশ্রায়ণ প্রকল্পের আওতায় সরকারি অর্থে নির্মিত পাকা বাড়ি প্রদান ও জমির দলিল প্রদানের উদ্বোধন করেন। সারাদেশের ন্যায় বগুড়ার কাহালু উপজেলার ১২ টি গৃহহীন ও ভ‚মিহীন পরিবারকে বাড়ি ও জমির কাগজ প্রদান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নিলুফা ইয়াছমিন। উপজেলা অডিটোরিয়োম হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভুমিহীনদের মাঝে দলিল ও বাড়ির কাগজ পত্র হস্তান্তর উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতান, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রশিদ লালু, মোছাঃ রওশন আরা, উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ জব্বারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com