কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার ভোরে বগুড়ার কাহালু উপজেলার বারমাইল এলাকা থেকে ২ লাখ টাকা মুল্যের একটি চোরাই গরু ও গরু বহনের একটি পিকআপ ভ্যানসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার খিয়ার ভুগইলের মোঃ ময়েজ প্রাং এর পুত্র মোঃ ফরিদ (৩৫), মোঃ দুলাল প্রাং এর পুত্র মোঃ সনি (২৩), আড়োলার মোঃ জালালের পুত্র মোঃ হাবিবুর রহমান (২৬), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার গাছপাড়া গ্রামের মোঃ বাবলু হোসেনের পুত্র মোঃ সুমন মিয়া (২৮)।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃতদের গতিবিধি লক্ষ্য করা হয়। অবশেষে প্রায় ২ লাখ টাকা মুল্যের একটি চোরাই গরুসহ তাদের গ্রেফতার করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com