কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত ৩৮ জন শিক্ষার্থীকে গতকাল বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। কৃতি এই শিক্ষার্থীদের ক্রেস্ট, ফলদ বৃক্ষ চারা ও রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। প্রধান অতিথি ছিলেন কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ. কে. এম. রেজাউল করিম তানসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রেবেকা সুলতানা ডলি, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুদ (সুমন), মোছা. আছমা বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় ফলদ বৃক্ষ রোপন করা হয়।
Leave a Reply