কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল শনিবার কাহালু উপজেলার দরগাহাট বেতার কেন্দ্রের সামনে আমের ঝুড়ি বোঝাই একটি ট্রাক তল্লাশী করে কয়েকটি পলেথিন ব্যাগে মোড়ানো মোট ৪৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগোরা গ্রামের সাইদুল ইসলামের পুত্র মোঃ রাসেল (২৮), দক্ষিণ হোসেনপুর গ্রামের মোঃ মুন্টু মন্ডলের পুত্র মোঃ রায়হান (২৬) ও মোঃ রাব্বি (২০)। গতকাল শনিবার সন্ধ্যার আগে বগুড়া র্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমানের পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়েছে। কাহালু থানার অফিসার ইনচার্জ আমবার হোসেন জানান, গাঁজা বহনের ট্রাকটি এখানে রাখা হয়েছে। তবে সার্বিক তথ্য এখনো আমরা পাইনি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com