কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত মঙ্গলবার অনুষ্ঠিত বগুড়ার কাহালু উপজেলা পরিষদ নির্বাচনে প্রদত্ত ভোটের ১৫% এর নীচে ভোট পাওয়ায় ১ চেয়ারম্যান ৫ ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। কাহালু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
জানা গেছে এখানে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৪০৬ জন। তারমধ্যে চেয়ারম্যান প্রার্থীদের ভোট দিয়েছেন ৮০ হাজার ৬৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ভোট দিয়েছেন ৭৯ হাজার ৯৯৯ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ভোট দিয়েছেন ৭৯ হাজার ৭২৪ জন ভোটার। সেই হিসেবে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ৪১.৬১% ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ৪১.৫৮% ভোট ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ৪১.৪৪% ভোট পড়েছে।
জানা গেছে এবার নির্বাচন কমিশনের বিধি মোতাবেক প্রদত্ত ভোটের শতকরা ১৫% ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। লক্ষ্য করা গেছে অত্র উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে প্রতিদ্বন্দি ১২ জন প্রার্থীর ৬ প্রার্থী প্রদত্ত ভোটের শতকরা ১৫% এর নীচে ভোট পেয়েছেন। সুত্রমতে মোট সাতজন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে পাঁচজনই ১৫% এর নীচে ভোট পেয়েছেন।
এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে ৭৯ হাজার ৭২৪ টি ভোট পড়েছে। উল্লেখিত প্রদত্ত ভোটের ১৫% এর নীচে ভোট পেয়েছেন মোঃ আঃ সোবাহান প্রামানিক বই প্রতিকে ৭৮৯ ভোট, মোঃ সাইফুল ইসলাম সুলতান টিয়া পাখি প্রতিকে ১ হাজার ২৭৬ ভোট, মোঃ রায়হান আলী মাইক প্রতিকে ৩ হাজার ৫৭ ভোট, অঞ্জন কুমার উড়োজাহাজ প্রতিকে ৯ হাজার ৩৮৪ ভোট ও মোঃ সাইফুল ইসলাম চশমা প্রতিকে ১১ হাজার ৯৯ ভোট পেয়েছেন। অপরদিকে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে পড়া ৮০ হাজার ৬৩ ভোটের মধ্যে এন, এম আহছানুল হক ঘোড়া প্রতিকে মাত্র ৫ হাজার ১৯৪ ভোট পেয়েছেন। সরকারি বিধি মোতাবেক তিনিও জামানত হারাবেন।
উপজেলা নির্বাচন অফিসার মোছা. মাহমুদা খাতুন জানান, এবার প্রদত্ত ভোটের শতকরা ১৫% ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com