কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আঃ রহিমের বিবিরপুকুর বাজার এলাকার একটি গোডাউন থেকে প্রায় ৭০ লাখ টাকার কীটনাশক চুরি হয়েছে। বুধবার গভীর রাতে এই চুরির ঘটনার পর বৃহস্পতিবার সকালে কাহালু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আঃ রহিমান জানান, তার গোডাউনে কোনো পাহারাদার থাকায় এই সুযোগে সংঘবদ্ধ চোরেরা, কীটনাশক রাখা একটি গোডাউনে রাতের আধারে হানা দেয়। গোডাউনের ছাউনির টিন খুলে প্রবেশ করে দরজা কেটে ফেলে। গোডাউনে রাখা প্রায় ৭০ লাখ টাকার কীটনাশক ঔষুধ চুরি করে নিয়ে যায়।
কাহালু থানার ডিউটি অফিসার এ এস আই মোছাঃ শাপলা খাতুন চুরির ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এঘটনায় কাহালু থানায় একটি অভিযোগ হয়েছে।
Leave a Reply