কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বুধবার বগুড়ার কাহালুতে ৮ জন ছাত্রীকে এডিপির একটি প্রকল্পের মাধ্যমে বাইসাইকেল প্রদান করা হয়েছে। রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ, এন, এম মঈনুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে বাইসাইকেল প্রদান ছাড়াও গতকাল বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (উন্নয়ন ও আইসটি) এ, এন, এম মঈনুল ইসলাম।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com