কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ফকিরপাড়ায় প্রথম শ্রেণির ছাত্রী ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষনের ঘটনায় গতকাল সোমবার কাহালু থানায় একটি মামলা হয়েছে। এঘটনায় স্থানীয় বিক্ষুব্দ জনতা ওইদিন ধর্ষক শামছুল ইসলাম প্রাং (৫৫) কে আটক করলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় আনেন। শামছুল ইসলাম নারহট্ট ফকিরপাড়ার আফছার আলীর পুত্র।
কাহালু থানার সিনিয়ার এস আই নাজমুল হক জানান, ধর্ষনের আগে গত ২৬ আগস্ট বেলা ১ টার দিকে শিশুকন্যা শামছুলের এক ছোট নাতনির সাথে খেলতে তার বাড়িতে যায়। এসময় লম্পট শামছুল তার শয়নকক্ষে শিশুকন্যাকে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে। শামছুলের দেখানো ভয়ে শিশুকন্যা বিষয়টি কাউকে না বললেও যখন গোপাঙ্গে ক্ষত নিয়ে ব্যাথায় কাতরাতে থাকলে শিশুকন্যার মা বিষয়টি বুঝতে পারে।
তখন মা শিশুকন্যার কাছে বিষয়টি জানতে চাইলে তাকে কে, ধর্ষন করেছে সেই বিষয়টি গত রোববার মায়ের কাছে বলেছে ওই শিশুকন্যা। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্দ জনতা ধর্র্ষক শামছুলকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করে থানায় আনেন।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন জানান, অভিযুক্তকে ও শিশুকন্যাকে আদালতে পাঠানো হচ্ছে। আদালতের আদেশ পাওয়ার পর শিশুকন্যার ডাক্তারী পরীক্ষার জন্য মেডিক্যালে পাঠানো হবে।কাহালুতে শিশুকন্যা ধর্ষিত, ধর্ষক গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ফকিরপাড়ায় প্রথম শ্রেণির ছাত্রী ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষনের ঘটনায় গতকাল সোমবার কাহালু থানায় একটি মামলা হয়েছে। এঘটনায় স্থানীয় বিক্ষুব্দ জনতা ওইদিন ধর্ষক শামছুল ইসলাম প্রাং (৫৫) কে আটক করলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় আনেন। শামছুল ইসলাম নারহট্ট ফকিরপাড়ার আফছার আলীর পুত্র।
কাহালু থানার সিনিয়ার এস আই নাজমুল হক জানান, ধর্ষনের আগে গত ২৬ আগস্ট বেলা ১ টার দিকে শিশুকন্যা শামছুলের এক ছোট নাতনির সাথে খেলতে তার বাড়িতে যায়। এসময় লম্পট শামছুল তার শয়নকক্ষে শিশুকন্যাকে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে। শামছুলের দেখানো ভয়ে শিশুকন্যা বিষয়টি কাউকে না বললেও যখন গোপাঙ্গে ক্ষত নিয়ে ব্যাথায় কাতরাতে থাকলে শিশুকন্যার মা বিষয়টি বুঝতে পারে।
তখন মা শিশুকন্যার কাছে বিষয়টি জানতে চাইলে তাকে কে, ধর্ষন করেছে সেই বিষয়টি গত রোববার মায়ের কাছে বলেছে ওই শিশুকন্যা। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্দ জনতা ধর্র্ষক শামছুলকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করে থানায় আনেন।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন জানান, অভিযুক্তকে ও শিশুকন্যাকে আদালতে পাঠানো হচ্ছে। আদালতের আদেশ পাওয়ার পর শিশুকন্যার ডাক্তারী পরীক্ষার জন্য মেডিক্যালে পাঠানো হবে।
Leave a Reply