কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু উপজেলার মুরইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম কিবরিয়া (৬৫) আর নেই। গত রবিবার রাত সাড়ে ১১ টায় তার নিজ বাড়ি ডোমরগ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। সোমবার বাদ যোহর ডোমরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কিবরিয়ার ডোমরগ্রামের মরহুম জবেদ আলী মাস্টারের ছেলে। তার জানাযায় শরিক হন জেলা আওয়ামীলীগ নেতা তৌহিদুল করিম কল্লোল, অধ্যাপক আহছানুল হক, কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহসভাপতি ডাঃ আব্দুল হাকিম, কামাল উদ্দিন কবিরাজ, আঃ হান্নান, বদরুজ্জান খান বদের, যুগ্ন সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেনসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য মুসল্লী।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com