কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বুধবার ভোর ৪ টার দিকে কাহালু পৌর সদরের বানিয়াপাড়া নিজ বাসভবনে দরগাহাট ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম (৫২) হটাৎ করে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে কাহালু হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের নেওয়া হলে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
রফিকুল কাহালু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বড় ভাই এবং মরহুম প্রভাষক মোজ্জাম্মেল হকের পুত্র। তিনি মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন। গতকাল বুধবার বাদ যোহর তাঁর প্রথম জানাযা নামাজ কাহালু কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় জানাযা জয়তুল স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার পর তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাঁর জানাযা নামাজে শরীক হন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও অসংখ্য মুসল্লীরা।
Leave a Reply