কাহালু (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল মঙ্গলবার কাহালু উপজেলার কড়ইগকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা তাদের ক্লাশ বর্জন করেছে। গত সোমবর কড়ইগকুল গ্রামের পল্লী চিকিৎসক আব্দুস সালাম কর্তৃক শিক্ষার্থীদের বøাড গ্রæপ নির্ণয় করার সময় গ্রামবাসীর বাঁধায় তা ভন্ডুল হয়ে যায়। গ্রামের মানুষের অভিযোগ সালামের কোন ডিগ্রী নেই। দুজন অভিজ্ঞ টেকনিশিয়ান নিয়ে এ কাজ করার কথা ছিল তাঁর। কিন্তু সে তাঁর কথা রেখে নিজেই এ কাজ করেন। এ ঘটনায় গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক সহ তার বিরদ্ধে বিক্ষোভ করে। অভিভাবকদের কথা ঘটনার সুষ্ঠ তদন্ত না হওয়া পর্যন্ত তারে তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাবেন না। যার কারনে গতকাল মঙ্গলবার বিদ্যালয়ে কোন ক্লাশ হয়নি। গতকাল দুপুরে বিদ্যালয়ে গিয়ে শুধুমাত্র প্রধান শিক্ষক সহ ৫ জন শিক্ষককে দেখা যায়। এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক আলাউল ইসলামের সাথে কথা বলা হলে তিনি বলেন অভিভাবকদের বাঁধা প্রদান করার কারনে কোন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে পারেনি। এদিকে ক্লাশ বর্জনের বিষয়ে কাহালু উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা রহমানের সাথে কথা হলে তিনি বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষককে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।
Leave a Reply