কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুরে কাজি এন্টারপ্রাইজ তেলের পাম্পে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে তেলের পাম্পের মেশিন, জেনারেটার, পেট্রোল, ডিজেল, মবিল, পাশের দোকানের সিমেন্ট, তিনটি থাকার ঘরের আসবাবপত্রসহ বহু টাকার মালামাল। ফায়ার সার্ভিসের লোকজন কেমিক্যালের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করবার ফলে পাম্পের মাটির নীচের অংশের পেট্রোল ও ডিজেল রক্ষাসহ আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। পাম্পের মালিক আবু বক্কর সিদ্দিকের এর মতে অগ্নিকান্ডে তাঁর প্রায় ৭০ লাখ টাকার মত ক্ষতিসাধন হয়েছে। তবে কাহালু ফায়ার সার্ভিসের ইনচার্জ রুবেল রানার হিসেবে মতে এই অগ্নিকান্ডে ৩৫ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে। তাঁর তথ্যমতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত। অগ্নিকান্ডে পাম্পের দুটি মেশিন, একটি জেনারেটর এর (আংশিক), পাম্পের ঘরে রাখা ডিজেল ও মবিলের ব্যারেল, নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, পাম্পের সাথেই পরিবার নিয়ে থাকার তিনটি ঘরের আসবাবপত্র, পাশের দোকানের ৬০ বস্তা সিমেন্ট, কাজি অফিসের ভলিউম বই, মসজিদ ভিত্তিক ইসলামী শিক্ষার ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া কিছু পুস্তক পুড়ে গেছে। সুত্রমতে কেমিক্যাল দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার ফলে মাটির নীচের তেলসহ পাম্পের আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো রক্ষা পেয়েছে। সুত্রমতে সন্ধ্যার পরে পাম্পে আগুন জ্বলে উঠলে দ্রæত সময়ের মধ্যে পৌছে যায় ফায়ার সার্ভিসের ইউনিট। সেখানে দীর্ঘ সময় ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনে রাত ৯ টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে ফিরে আসেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com