কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত মঙ্গলবার কাহালুর নারহট্ট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে সুনামধন্য ব্যবসায়ী আলহাজ্ব আঃ রাজ্জাক রতনের পূর্ণ প্যানেল জয়ী হয়েছেন। জানা গেছে সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত শিক্ষার্থীর অভিভাবকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ২৮৯ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২৬৬ জন। নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোঃ জাহাঙ্গীর আলম ১৪৬ ভোট, মোঃ মোফাজ্জল হোসেন নাজু ১৩৬ ভোট, মোঃ মেরাজুল ইসলাম ১৩০ ভোট, আব্দুল মতিন আকন্দ ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বুলবুলি বেগম ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচন পরিচালনা করেন কাহালু পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদুল ইসলাম।
Leave a Reply