কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ভ্যান বিক্রির টাকার বিরোধে নায়েব আলী (৩৩) খুনের ঘটনায় গ্রেফতারকৃত মুল আসামী মোঃ জায়েদ হোসেন (২২) পুলিশি জিজ্ঞাসাবাদে খুনের দায় স্বীকার করেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়া বিসিক শিল্পনগরী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। জায়েদ উপজেলার ওলাহালী গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র।
কাহালু থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে জায়েদ খুনের দায় স্বীকার করেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে জায়েদ জানায়, তাঁর একটি ভ্যান ১০ হাজার টাকা দিয়ে বিক্রি করে ওই টাকা নায়েব আলীর কাছে রাখা হয়। ভ্যান বিক্রির টাকা না দেওয়ায় জায়েদ তাঁর সহযোগীর মাধ্যমে নায়েব আলীকে বাড়ি থেকে ডেকে আনে ডোমরগ্রাম পিয়াস মাস্টারের পুকুর পাড়ে। সেখানে জায়েদ নিজ হাতে ছুরিকাঘাতে নায়েব আলীকে হত্যা করে।
গতকাল শনিবার এই ঘটনায় নায়েব আলীর বড় ভাই মোঃ রাসেদ একটি হত্যা মামলা দায়ের করলে, মামলার তদন্তকারী কর্মকর্তা শরিফুল ইসলাম অভিযান চালিয়ে জায়েদকে গ্রেফতার করে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com