কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালুর বিনোদ-কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের গঠিত ম্যানেজিং কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে গতকাল রোববার সকাল সাড়ে ১০ টায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল করেছে। বিক্ষোভকারীরা শিক্ষার্থীরা জানান, নিয়তান্ত্রিকভাবে নির্বাচন না করে অবৈধভাবে প্রধান শিক্ষক গোপনে অভিভাবক সদস্য সিলেকশন করেন। এরপর স্থানীয় গণ্যামান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের না জানিয়ে গত ৮ আগস্ট সভাপতিসহ ম্যানেজিং কমিটি গঠন করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কাউকে না জানিয়ে অবৈধভাবে গঠিত ম্যানেজিং কমিটি বাতিল ও প্রধান শিক্ষককে অপসারণ না করলে তারা আবারও কর্মসূচী দিবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র জানান, নিয়মতান্ত্রিকভাবে ম্যানেজিং কমিটি করা হয়েছে। আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে এবং কোমলমতি শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে। নারহট্ট ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আঃ রহিম জানান, ম্যানেজিং কমিটি নিয়মতন্ত্রিকভাবে হয়েছে। আমার প্রতিপক্ষের লোকজন কিছু শিক্ষার্থীদের বিভ্রান্ত করে শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মেতাহার হোসেন জানান, এ বিষয়ে আমি কিছু জানিনা। ম্যানেজিং কমিটির বিষয়ে কেউ আমার কাছে লিখিত অভিযোগও দেয়নি।
Leave a Reply