কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার কাহালু উপজেলার ইন্দুখুর, দূর্গাপুর ও ভালশুন বাজারে বগুড়া-৪ আসনের উপ-নির্বাচনে ১৪ দলীয় জোট প্রার্থী এ, কে এম রেজাউল করিম তানসেন এর মশাল প্রতিকের পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনীয় সভায় প্রার্থী এ, কে, এম রেজাউল করিম তানসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন। নির্বাচনী সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু, অধ্যাপক আহছানুল হক, কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি ডাঃ আব্দুল হাকিম, যুগ্ন সম্পাদক মুনসুর রহমান তানসেন, কাহালু সদর ইউপি চেয়ারম্যান পিএম বেল্লাল হোসেন, নারহট্ট ইউপি চেয়ারম্যান আঃ রহিম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জোব্বারসহ আওয়ামীলীগ ও জাসদের নেতৃবৃন্দ।
Leave a Reply