কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে মারা যান কাহালু উপজেলার কড়ইগকুল গ্রামের বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব আলী (৭৫)। গতকাল বাদ আছর তাঁর নিজ গ্রামে কাহালু থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেন। এর তাকে রাস্ট্রীয় ছালাম জানান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, বীরমুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হকসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাকে রাস্ট্রীয় ছালাম জানানোর পর সেখানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে তাকে রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com