মুনসুর রহমান তানসেন কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বিভিন্ন মেডিকেল কলেজে বগুড়ার কাহালু উপজেলার সাতজন মেধাবী শিক্ষার্থী ভর্তির সুযোগ পাওয়ায় তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হাসান আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, মোছাঃ রওশন আরা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সবুজ কুমার বসাক।
যারা বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তারা হলেন উপজেলার মুরইল গ্রামের সেকেন্দার আলীর পুত্র মোঃ নাহিদ প্রমানিক (দিনাজপুর এম, আঃ মেডিকেল কলেজ), সিংগারপাড়ার মোঃ কাইয়ুম মিয়ার পুত্র মোঃ শাহাদৎ হোসেন নাহিদ (বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ), মোঃ শফিউল আলমের কন্যা মোছাঃ ছুম্মা আক্তার (রংপুর মেডিকেল কলেজ), মোঃ মজিবর রহমানের কন্যা মোছাঃ মারুফা আক্তার (রংপুর মেডিকেল কলেজ), জামগ্রাম তিলছপাড়ার মোঃ তাজমুল হকের কন্য মোছাঃ তাহসিনা আক্তার (তামান্না) ( জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ) ও ভালতা গ্রামের মোঃ নুর আলমের কন্যা কন্যা নুসরাত জাহান নূরী।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com