কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও বগুড়া থেকে প্রকাশিত উত্তরের দর্পণ পত্রিকার সাংবাদিক রুহুল আমিন (৪৭) মারা গেছেন। রুহুল আমিন কাহালু পৌর সদরের বানিয়াপাড়ার মৃত ছফির উদ্দিনের পুত্র ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সম্পাদক। পারিবারিক সুত্রে জানা গেছে রুহুল আমিনের স্ত্রী ছোট কন্যার বাড়িতে ছিলেন। গত বুধবার রাতের কোন এক সময় তিনি নিজ বাড়িতে মারা যান। পরদিন তার স্ত্রী বাড়িতে এসে রুহুল আমিনের মৃত দেখ পান। পরিবারের লোকজনের ধারণা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। রুহুল আমিন ২০২০ সালে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই শারীরিকভাবে অনেকটা অসুস্থ্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com