কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বুধবার কাহালুর সাগাটিয়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পী আবাসন প্রকল্পের মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত পল্লী দারিদ্র বিমোচনের মাঠ সুপার ভাইজার আজাদ, পৌর কাউন্সিলর মোছাঃ আছমা বেগম, জাহিদুল ইসলাম, উপজেলা তাঁতীলীগের সভাপতি শাহিন ফকির, আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কাহালু শাখার সভাপতি গোলাপ হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাগাটিয়া যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com