কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহরের চেলোপাড়ার বাসায় মারা গেছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ যাত্রা ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার বুলবুল (৭১)। গতকাল শুক্রবার বেলা আড়াইটায় কাহালু উপজেলার শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাঁর জানাযায় শরিক হন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বগুড়া জেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক আহছানুল হক, জামগ্রাম ইউপি চেয়ারম্যান প্রভাষক মনোয়ার হোসেন খোকনসহ হাজারো মুসল্লী। উল্লেখ্য যে বুলবুল উল্লেখিত পদ ছাড়াও তিনি বগুড়া জেলা যাত্রা ফেডারশনের সভাপতি ও বগুড়া পদাতিকের সহ-সভাপতি, জামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতিসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com