কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল রোববার সকালে বগুড়া সজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাবার পথে মারা গেছেন কাহালু উপজেলার দরগাহাট বাজারের সুনামধন্য ব্যাবসায়ী ও নারহট্ট উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহিদুল ইসলাম (৫৬)। তার পারিবারিক সুত্র জানান, দীর্ঘদিন যাবত তিনি নানা রোগে ভুগছিলেন। গতকাল রোববার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়ায় চিকিৎসার জন্য নিয়ে যাবার পথে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন। জানা গেছে তিনি ব্যবসায় লাভের একটি অংশ শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কাজে ব্যায় করতেন। তিনি কোন রাজনীতিক নেতা ও জনপ্রতিনিধি না হয়েও জনকল্যাণ মূলক কাজে নিজের অর্থ ব্যায় করতেন। যারফলে মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল বাদ আছর দরগাহাট ঈদগাহ মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাযা নামাজে শরিক হন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওঃ তায়েব আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বগুড়া পৌরসভার কাউন্সিলর আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রশিদ লালু, কাহালু উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাইকড় ইউপি চেয়ারম্যান মোঃ মিটু চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ও নারহট্ট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন তালুকদার বেলাল, নারহট্ট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ রহিম, নারহট্ট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোতা মিয়া সাহানা, বিশিষ্ট ব্যবসায়ী আঃ রাজ্জাক রতন, সাংবাদিক এম, এ মতিন, নুরুল ইসলাম শেখ, বিএনপি নেতা আঃ মোমিন, যুবদল নেতা জিল্লুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য মুসল্লী বৃন্দ। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও তার পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
Leave a Reply