কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর জনগনকে দেওয়া প্রতিশ্রæতি মোতাবেক আমরা আন্তরিকভাবে কাজ করছি। দেশের বিভিন্ন অঞ্চলের মত আগামী ডিসেম্বর মাসে কাহালু উপজেলা ভুমিহীন ও গৃহহীন মুক্ত এলাকা করবার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি বাস্তবায়নে জন্ম-মৃত্যু নিবন্ধন, প্রাথমিক শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, মৎস্য চাষের প্রসার এবং উন্নত জীবন-যাপনের জন্য প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। মৌলবাদ-জঙ্গিবাদের মত অপশক্তি যাতে মাথা চাড়া না দিতে পারে সেইদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা সমাজ সেবা অফিসার জাহিদ হাসান, কাহালু প্রেসক্লাবের সভাপতি ইউনুছ আলী টনি প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মোছাঃ রওশন আরাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
Leave a Reply