1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলীর মহিষাবানে ফুটবল খেলায় ফতেহ আলী বাজার মৎস্য সমিতিকে হারিয়ে কলোনী বাজার বিজয়ী বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্টে সাবেক এমপি লালু সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার

কাহালু উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে আগাম প্রচারনায় সম্ভাব্য প্রার্থীরা

  • শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৪৪৫

মুনসুর রহমান তানসেন কাহালু থেকেঃ দ্বাদশ সংসদ নির্বাচনের পর কাহালু উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে আগাম প্রচারণায় মাঠে নেমেছেন আওয়ামীলীগের তিনজন নেতা। আওয়ামীলীগের তিনজন নেতা উপজেলার বিভিন্ন স্থানে ইতিমধ্যে মতবিনিময় সভা ও ঘরোয়া বৈঠকের মাধ্যমে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার আভাস দিয়ে প্রচার-প্রচারণায় মাঠে নামলেও অন্য কোন দলের সম্ভাব্য প্রার্থীর আনাগোনা এখনো চোখে পড়েনি। তবে অনেকের ধারণামতে নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার পরই জানা যাবে কারা নির্বাচনী মাঠে থাকছেন
আগামী মার্চ মাস থেকে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হতে পারে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এমন আভাস পাওয়ার পর অত্র উপজেলায় গণসংযোগ, মতবিনিময় ও ঘরোয়া বৈঠকের মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে প্রচার-প্রচারণায় ইতিমধ্যে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। প্রচার-প্রচারণায় যাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক আহছানুল হক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। এদের মধ্যে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন অধ্যাপক আহছানুল হক। দলীয় মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পেয়ে তিনি এবার উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রচার-প্রচারণায় মাঠে রয়েছেন। তবে দলীয় মনোনয়ন ছাড়া তিনি নির্বাচনে অংশ নিবেন না বলে মোবাইল ফোনে জানিয়েছেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ঘরণার তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও অন্য কোন দলের প্রার্থী এখানে ছিলনা। দলীয় মনোনয়নে এখানে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সতন্ত্র প্রার্থী ছিলেন তৎকালীন জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল হাসিবুল কবিরাজ সুরুজ ও সতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান কাজল।
গত নির্বাচনে সতন্ত্র প্রার্থী আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজের কাছে ১০ হাজার ৯৪৩ ভোটের ব্যবধানে নৌকা প্রতিক নিয়ে পরাজিত হন আব্দুল মান্নান। নির্বাচনে সতন্ত্র প্রার্থী আল হাসিবুল হাসান সুরুজ ৩১ হাজার ৭৩২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এবং আব্দুল মান্নান ২০ হাজার ৭ ৮৯ ভোট পেয়ে নিকতম প্রতিদ্বন্দি হন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে আগাম প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন আব্দুল মান্নান। এই প্রতিবেদন লেখার আগে মোবাইল ফোনে তার সাথে বার বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি
গত নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি পদেও রয়েছেন। মোবাইল ফোনে জানান, দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশ্বাবাদী। তিনি আরও বলেন দলীয় মনোনয়ন পেলে দলীয় মনোনয়নে নির্বাচন করবো। দলীয় মনোনয়ন না পেলে যদি উন্মুক্ত থাকে তাহলে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট