কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মত আনারস প্রতিক নিয়ে আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ৩৮ হাজার ৩৩০ ভোট পেয়ে চেয়ারম্যান সির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোঃ আব্দুল মান্নান মোটরসাইকেল প্রতিকে ৩৩ হাজার ৯৪৬ ভোট পেয়েছেন।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. আছমা বেগম প্রজাপতি প্রতিক নিয়ে ৪৭ হাজার ৫৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোছাঃ রওশন আক্তার কলস প্রতিকে ২৬ হাজার ৭৩ ভোট পেয়েছেন। সাধারণ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্ল্যাহ আল মাসুদ সুমন টিউওবয়েল প্রতিকে ৩৪ হাজার১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি আঃ রশিদ লালু তালা প্রতিকে ১৪ হাজার ৯৯৩ ভোট পেয়েছেন।
অপরদিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দশজনের অর্থদন্ড ও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলাকালে ৬৫ টি ভোটকেন্দ্রের ভিতর কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন সুত্রে জানা গেছে নির্বাচন চলাকালে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে মোট ১০ টি মামলায় ১০ ব্যক্তির ভ্রাম্যমাণ আদালতে ২২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও বিছিন্ন কিছু ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবেলা করেন আইন-শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে কোনো স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুবই তৎপর।
ভোটগ্রহন চলাকালে বিজিবি, র্যাব, মোবাইল টিম, স্টাইকিং ফোর্স বিভিন্ন ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকায় টহল দিতে দেখা গেছে। যেখানেই বেআইনী সমাগমের চেষ্টার মত কোনো ঘটনা পরিলক্ষিত হয়েছে সেখানেই ম্যাজিস্ট্রট ও আইন-শৃঙ্খল বাহিনী ছ‚টে গিয়ে মূহুর্তের মধ্যেই পরিস্থিতি শান্ত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটাণিং অফিসার মোছা. মেরিনা আফরোজ জানান, সকলের সহযোগিতায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com