কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ”শেখ রাসেল দীপ্তিময়” নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্যে গতকাল বুধবার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিক ও শেখ রাসেল দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ। শেখ রাসেল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী কতৃক বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টারের মাধ্যমে দেখানো হয়। শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আবু মুসা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রশিদ লালু, মোছাঃ রওশন আরা, উপজেলা প্রকৌশলী হোসেন আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছাড়াও কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসানের নেতৃত্বে থানা পুলিশসহ উপজেলার বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শেখ রাসেল দিবস পালন করেছে।
Leave a Reply