কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ পানি নিস্কাশনের ড্রেন পরিস্কার না থাকায় বগুড়ার কাহালু খাদ্যগুদামের ভিতরে বর্ষার পানিতে থৈ থৈ অবস্থা। এই খাদ্যগুদামের গেট দিয়ে প্রবেশ করা মাত্রই চোখে পড়বে খালি পানি আর পানি। খাদ্যগুদামের অফিস ও ধান-চাল সংরক্ষণের গুদামে ঢুকতে হলে পানির উপর দিয়ে যেতে হয়। খাদ্যগুদামে এইভাবে পানি জমে থাকায় দৈনন্দিন কাজকর্মে খাদ্যগুদামের কর্মকর্তা/কর্মচারী ও শ্রমিকদের খুবই সমস্যা হচ্ছে বলে তারা জানান। খাদ্যগুদামে ধান-চাল উঠানো ও নামানোর ক্ষেত্রে শ্রমিকদের বাড়তি খাটুনি হচ্ছে। কাহালু খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব জানান, আমাদের গুদামের ড্রেনগুলো পরিস্কার থাকলেও কোন লাভ হচ্ছে। পৌরসভার ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেলেও পরিস্কারের অভাবে খাদ্যগুদামের ভিতরের পানিগুলো সহজে বের হচ্ছেনা। পৌরসভার ড্রেনগুলো পরিস্কার করা হলে খাদ্যগুদামের ভিতরের পানি দ্রæত নেমে যাবে। এব্যাপারে কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মান্নানের সাথে কথা বলা হলে তিনি জানান, খুব দ্রæই খাদ্যগুদাম এলাকার ড্রেন পরিস্কার করা হবে।
Leave a Reply