কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার বেলা ১১ টায় কাহালু খাদ্যগুদামে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন কাহালু পৌর মেয়র আব্দুল মান্নান,উপজেলা কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা পরিতোষ কুমার কুন্ডু, কাহালু খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুল হাসানসহ স্থানীয় চাউল কল মালিক সমিতির নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, চলতি মৌসুমে ২৮ টাকা কেজি দরে ১ হাজার ২১ মেঃটন ধান কৃষকের কাছ থেকে এবং ৪২ টাকা কেজি দরে ১ হাজার ৭৯ মেঃটন চাল মিলারদের কাছ থেকে ক্রয় করা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com