কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিাতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মো. হযরত আলী, কাহালু উপজেলা শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন, বগুড়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু। আমন্ত্রিত অতিথি ছিলেন দুপচাঁচিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহানাজ বেগম, ম্যানেজিং কমিটির সদস্য মাহফুজুল হাসান (মাহফুজ), পীযুষ মুখার্জী, সাইফুল ইসলাম, খ ম আজিজুল হক, শামীমা আকতার রেখা।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com