কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু থিয়েটারের এক সময়ের জনপ্রিয় নেতা ছামসুল হক (৫৭) গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলার পগইল গ্রামে তাঁর বোনের বাড়িতে মারা গেছেন। ছামসুল বীরপাল্লা গ্রামের মৃত হবিবর রহমানের পুত্র। তিনি প্রায় তিন দশক ধরে কাহালু থিয়েটারের বিভিন্ন নাটকে নিয়মিত অভিনয় করেছেন। কয়েক বছর আগে তাঁর শরীরে নানা রোগ বাসা বাঁধলে তিনি অভিনয় থেকে বিরত থাকলেও নিয়মিত থিয়েটারের আসা-যাওয়া করতেন। গ্রাম থিয়েটারের অঙিনায় যাদের পদচারণা তাদের সবাইকে খুবই ভালোবাসতেন ছামসুল হক। বুধবার বাদ মাগরিক বীরপাল্লা গ্রামে তাঁর জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে বলে পারিবারিক সুত্র জানান। গ্রাম থিয়েটারের এই নাট্য অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, প্রচার সম্পাদক আব্দুল হান্নান, পুন্ড্র অঞ্চলের সমন্বয়কারী শাহাজাদ আলী বাদশা, কাহালু থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেনসহ কাহালু থিয়েটারের সকল নাট্যকর্মী বৃন্দ।
Leave a Reply