কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল রবিবার বিকেল ৫ টায় কাহালু পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের ২৮ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার ৪০৯ টাকা ৯১ পয়সা বাজেট ঘোষনা করা হয়েছে। পৌরসভার হলরুমে অনুষ্ঠিত এই বাজেট ঘোষনা করেন পৌর মেয়র আলহাজ্ব আঃ মান্নান।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু পৌর নির্বাহী কর্মকর্তা (অতিঃদাঃ) মোঃ এখলাস হোসেন, ক্যাশিয়ার মোঃ রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মোঃ ইউসুফ আলী, পৌর ,কাউন্সিলর মোছাঃ আছমা বেগম, শিউলী রাণী দেব, রশিদা আক্তার বাবলী, ইব্রাহীম আলী, জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, শাজাহান আলী, পৌর কর্মচারীদের মধ্যে ফকরুল ইসলাম, হারুনুর রশিদসহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তা/কর্মচারী বৃন্দ।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৮৫ লাখ ১২ হাজার ৫০০ টাকা ও ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৪৭ লাখ ২২ হাজার ৮১০ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২৫ কোটি ৫০ লাখ টাকা আয় ও ব্যায় সমান ধরা হয়েছে। বাজেটে সমাপনী স্থিতি রাখা হয়েছে ৭১ লাখ ৪৩ হাজার ৬০৯ টাকা ৯১ পয়সা।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com