কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ সম্প্রতি বগুড়া’র কাহালু প্রেসক্লাবের পাল্টাপাল্টি দু’টি নতুন কমিটি গঠন করে ছবি সহ কমিটির তালিকা বিভিন্ন মহলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে(ফেসবুকে) ছড়িয়ে দেয়ার ঘটনায় কাহালু’র সিনিয়র সহ আট সাংবাদিক বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতি দাতারা হলেন কাহালু প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস ছালেক তোতা(দৈনিক করতোয়া),সাবেক সভাপতি মুনসুর রহমান তানসেন(দৈনিক কালবেলা),সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মাকসুদুর রহমান মাসুদ,সাবেক সহ-সভাপতি প্রভাষক হাবিবুর রহমান হাবিব,সাবেক সাধারণ সম্পাদক এম এ মতিন(দৈনিক ভোরের দর্পণ),নুরুল ইসলাম শেখ(দৈনিক মুক্তবার্তা),মাহবুবুল আলম(দৈনিক প্রভাতের আলো),প্রভাষক শাহাবুদ্দিন( দৈনিক প্রতিদিনের সংবাদ)।
বিবৃতিতে উল্লেখ করা হয় যে,হঠাৎ করে কাহালু প্রেসক্লাবের পাল্টাপাল্টি ভাবে দুটি নতুন কমিটি গঠন করা হয়েছে।ওই দুটি কমিটির তালিকা আমাদের নজরে আসে। তালিকাতে ছবি সহ আমাদের নাম ব্যবহার করা হয়েছে। কাহালু প্রেসক্লাব নিয়ে আমাদের বিন্দুমাত্র কোন মতবিরোধ নেই।কিন্তু আমাদের মতামত ছাড়াই দুই কমিটির তালিকায় আমাদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। ওই দুইটি কমিটির সাথে আমাদের কোনই সম্পর্ক নেই। এ বিষয়ে কাহালু উপজেলার সকল মহলকে বিভ্রান্ত না হবার জন্য অনরোধ করা হলো। আমরা এ বিষয়ে প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com