মুনসুর রহমান তানসেন কাহালু থেকেঃ দীর্ঘদিন যাবত সংস্কারাভাবে কাহালু-বগুড়া সড়ক এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। এদিকে সড়কটিতে নতুন করে কার্পেটিংয়ের জন্য সম্প্রতি ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও বর্ষার পরে কাজটি শুরু করা হবে বলে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে। অপরদিকে কাজটি দ্রæত শুরু না করায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কয়েক হাজার এই সড়ক দিয়ে চলাচল করছেন। মাঝে-মধ্যে ট্রাক ও অন্যান্য যানবাহন উল্টে গেলে বা বিকল হলে এই সড়কে একেবারে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই রকম পরিস্থিতির সৃষ্টি হলে জরুরী প্রয়োজনে বের হওয়া মানুষ বিরম্বনা ও সীমাহীন দুর্ভোগের শিকার হন। সড়ক ও জনপদ বিভাগের অধিনে বগুড়া তিনমাথা থেকে কাহালু চারমাথা হয়ে দরগাহাট পর্যন্ত মোট ১১ কিঃ মিঃ রাস্তা রয়েছে। দীর্ঘদিন যাবত এই রাস্তার ভালো কোন সংস্কার কাজ না হওয়ায় সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির বেহালদশায় প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। সড়কটির খানা-খন্দক ভরাট করতে মাঝে-মধ্যে ইট ব্যবহার করা হলেও তা দিয়ে ঝুঁকি এড়ানো সম্ভব নয়। সড়কটির এতই খারাপ অবস্থা তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই রাস্তা দিয়ে যানবাহনে সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে পড়বে। আর রোগীকে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আরও কাহিল হয়ে পড়বে। দীর্ঘদিন পরেও হলে এই ১১ কিঃ মিঃ রাস্তা কার্পেটিংয়ের জন্য ১২ কোটি বরাদ্দ দেওয়া হলেও ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে অনেক দেরীতে। সম্প্রতি ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও বর্ষার মধ্যে এই কাজটি শুরু হচ্ছেনা। পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মতে রাস্তাটির দ্রæত কার্পেটিং করা না হলে যেকোন মুহুর্তে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। যারফলে সড়কটির কাজ দ্রæত শুরু করার দাবী সাধারণ মানুষের। বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহাদুজ্জামান জানান, রাস্তার কাজের জন্য ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। তবে এখই কাজ শুরু করা হচ্ছেনা। বর্ষার মধ্যে কাজটি করলে কাজের মান ভালো হবেনা। যারফলে বর্ষার পর পরই কাজটি শুরু করা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com