কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার সুনাধন্য বিদ্যাপিঠ কাহালু সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার কলেজ মাঠে অনুষ্ঠিত সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে এই বিদ্যাপিঠের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় কলেজ ক্যাম্পাস মিলন মেলায় পরিনত হয়।
বর্ণিল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কলেজের শিক্ষক মন্ডলী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের আবহ সৃষ্টি হয়। এই কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মহান মুক্তিযুদ্ধের সংগঠক হোসেন আলীর স্মৃতিচারণ করেছেন অনেক প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাহালু-নন্দীগ্রাম এলাকার এমপি এ, কে, এম রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, মোছাঃ রওশন আরা।
আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌগির আহম্মেদ রিতু, সাধারণ সম্পাদক হুমায়ন আহম্মেদ উচ্ছাস, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ গোলাম আজম (সুমন), সাধারণ সম্পাদক তাহাসিন হাসান সুইম।
Leave a Reply