কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালী ক্রীড়া প্রতিযোগীতায় কাবাডিতে বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বিভিন্ন উপজেলা ও জেলা দলগুলোকে হারিয়ে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ান হয়েছে।
গত বুধবার রাজশাহীতে জেলা বিভাগীয় পর্যায়ে কাবাডি খেলায় কোয়াটার সেমিতে সিরাজগঞ্জ জেলা, সেমি ফাইনালে পাবনা জেলা ও ফাইনাল খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ান হয়েছে। রিাজশাহীয় বিভাগীয় চ্যাম্পিয়ান হওয়ায় গতকাল বৃহস্পতিবার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে।
মিছিল শেষে উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ, কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ, এম, এ ছালামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে মালা পড়িয়ে দেওয়া হয়। মালা পড়িয়ে দেওয়ার পর সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য যে রংপুর বিভাগের সাথে রাজশাহীতে একটি আঞ্চলিক ম্যাচে জিতলেই কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ঢাকায় জাতীয় পর্যায়ের খেলায় অংশ গ্রহন করবে বলে জানা গেছে।
Leave a Reply