মুনসুর রহমান তানসেন কাহালু (বগুড়া) থেকেঃ বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ ডাক্তার, টেকনিশিয়ান ও জনবল সংকটে ব্যহত হচ্ছে চিকিৎসাসেবা। টেকনিশিয়ান অভাবে কোনপ্রকার হচ্ছেনা বিপদ মুহুর্তে রোগীদের এক্সরে। সাতজন বিশেষজ্ঞ ডাক্তারের জায়গায় মাত্র একজন থাকায় সিজার ও ডিএনসি ছাড়া এখানে হচ্ছেনা অন্য কোন অপারেশন।
সংশ্লিষ্ট সুত্রমতে ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে প্রতিদিন ভর্তি রোগীই থাকেন ৬০/৬৫ জন। যারফলে অতিরিক্ত রোগীদের জায়গা দেওয়া হয় বারান্দায়। হাসপাতালের অবকাঠামো অনুযায়ি এখানে বিভিন্ন ধরনের অপারেশনের যন্ত্রপাতি থাকলেও বিশেষজ্ঞ ডাক্তার অভাবে হয়না তেমন কোন অপারেশন। সিজার ও ডিএনসি’র জন্য গাইনী ডাক্তার ছাড়া এখানে অন্য কোন ধরনের অপারেশনের বিশেষজ্ঞ ডাক্তার নেই।
সুত্রমতে এখানে জুনিয়ার কনসালটেন্ট (সার্জারী), জুনিয়ার কনসালটেন্ট (চক্ষু), জুনিয়ার কনসালটেন্ট (অর্থোপেডিক), জুনয়ার কনসালটেন্ট (কার্ডিওলজি), জুনিয়ার কনসালটেন্ট (ইএনটি) ও জুনিয়ার কনসালটেন্ট (চর্ম ও যৌন) বিশেষজ্ঞ ডাক্তারের পদ থাকলেও এদের মধ্যে একজনও বিশেষজ্ঞ ডাক্তার নেই। বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় ছোট-খাটো অপারেশনের জন্যও রোগীকে পাঠানো হয় অন্যত্র।
এখানে সবচেয় বড় সমস্যা এক্সরে মেশিন আছে কিন্ত টেকনিশিয়ান অভাবে প্রায় দু-মাস আগে থেকে রোগীদের কোনপ্রকার এক্সরে করা হচ্ছেনা। এখানে যিনি এক্সরে মেশিনের টেকনিশিয়ান ছিলেন, তিনি প্রায় দু-মাস আগে অবসরে যাওয়ার পর নতুন করে আর কোন টেকনিশিয়ান দেওয়া হয়নি। সুত্রমতে এক্সরে মেশিন বেশীদিন বন্ধ থাকলে তা বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে অন্যান্য পদের মধ্যে তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের মধ্যে দুজন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৭ জনের জায়গায় ছজন, স্বাস্থ্য সহকারী ৩৪ জনের জায়গায় মাত্র ১৩ জন, ওয়ার্ড বয় তিনজনের জায়গায় দুজন ও পরিচ্ছন্ন কর্মী পাঁচজনের জায়গায় মাত্র একজন রয়েছে। উল্লেখিত জনবল অভাবে নানা সমস্যায় পড়েন ডাক্তারসহ রোগীর।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ হাসান মোল্লা জানান, জনবল সংকটে অনেকটা বেগ পেতে হচ্ছে। তারপরেও কম জনবল নিয়েও আমরা আন্তরিকভাবে স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করছি। বিশেষজ্ঞ ডাক্তার, এক্সরে মেশিনের জন্য টেকনিশিয়ান ও অন্যান্য শুন্যপদে জনবলের জন্য আবেদন করেছি এবং প্রতিমাসেই আমরা প্রতিবেদন দিয়ে বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবগত করছি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com