গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৬ আসনের নবনির্বাচিত এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চা যুব সমাজের শারীরিক ও মানুষিক বিকাশ ঘটাতে অপরিসীম ভূমিকা রাখে। সেইসাথে সমাজে অপরাধ প্রবনতা কমিয়ে দেয়। এ জন্য যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কাব্য শ্রী পাল বর্ষা স্মৃতি সংঘের উদ্যোগে ব্যাডমিল্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আ’লীগের সহ-সভাপতি (প্রস্তাবিত) বাবু শরৎ চন্দ্র রায়ে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা আ’লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, জেলা আ’লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান, হাজী দানেস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় সিটন, গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাঙ্গা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলাদ্রী শেখর সিংহ বিটু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা, দিগদাইড় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহফুজ রহমান সোহেল, সুখানপুকুর যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইসলাম উজ্জলসহ বিভিন্ন আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply