বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে।
১৫ মে বৃহস্পতিবার দুপুরে কামালের পাড়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলো কামালের পাড়ার মৃত সাহেব আলীর পুত্র আফজাল (৬৫), একরামুলের পুত্র মোশারফ( ২৬), মকবুলের পুত্র মিলন (৩০ বলে জানা গেছে।
সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, বিদ্যুৎ স্পৃষ্টে তিনজনকে চিকিৎসার জন্য এনেছিল। তাদের বিপিসহ বিভিন্ন কিছু চেক করে দেখা গেছে হাসপাতালে আনার কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিট পূর্বেই তারা মারা গেছেন। পরে তাদের পরিবারের লোকজন মৃত্যু ব্যাক্তিদের নিয়ে চলে গেছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com