বায়েজিদ, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদরে দ্বিতীয় দফায় দাবি করা যৌতুকের টাকা না পেয়ে বেবি বেগম (২৫) নামে এক গৃহবধূর জিবা কাটার অভিযোগ উঠেছে স্বামী রিপন মিয়ার (৩৫) বিরুদ্ধে।। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে অসহ্য যন্ত্রণার কাতরাতে দেখা যায় এক নারীকে।
গৃহবধূ বেবি জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামে মৃত মজিবর রহমানের মেয়ে, অভিযুক্ত রিপন একই জেলার সদর উপজেলার পূর্ব কোমরনই কুঠিপাড়া গ্রামের নাজিমুদ্দিনের ছেলে।
অভিযোগ থেকে জানা যায়, প্রায় ছয় বছর আগে বেবিকে বিয়ে করেন রিপন। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বেবির উপর শারীরিক মানসিক নির্যাতন চালানো শুরু করে রিপন। শ্বশুর বাড়ি থেকে প্রায় দেড় লক্ষ টাকা আদায় করেন রিপন। গত কিছুদিন থেকে দ্বিতীয় দফায় পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রী বেবি চাপ শুরু করেন রিপন।
গত ১৫ অক্টোবর সকালে যৌতুকের টাকার দাবিতে বেবিকে মারধর করেন স্বামী রিপন। এতে জ্ঞান হারিয়ে ফেললে ধারালো ছুরি দিয়ে জিব্বা কেটে দেন রিপন। সে সময় বেবির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় রিপন।
পরে বেবিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন তারা।
গাইবান্ধা জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার ডক্টর নূরজাহান আক্তার বলেন, বেবির কাটা জিব্বায় ১০টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সষ্কামুক্ত। তবে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে কয়েক দিন সময় লাগবে।
গাইবান্ধা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, এ ঘটনায় গৃহবধূ বেবির বোন মঞ্জু আরা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। সোমরার রিপনকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply