বায়েজীদ, পলাশবাড়ী, (গাইবান্ধা) থেকেঃ জাতীয় সংসদরে সংসদীয় গাইবান্ধা-৫ আসনরে উপনর্বিাচনে র্সবশষে তথ্য অনুযায়ী মোট ৯ জন র্প্রাথী মনোনয়নপত্র জমা দয়িছেনে। এর মধ্যে আওয়ামী লীগরে ১, জাতীয় র্পাটরি এক, বিকল্পধারা বাংলাদশেরে ১ জন ও স্বতন্ত্র র্প্রাথী রয়ছেনে ৬ জনসহ মোট ৯ জন।
নর্বিাচন কমশিনরে সহকারী রর্টিানংি অফসিার কামরুল ইসলাম সাংবাদকিদরে জানান,উপ নর্বিাচনে প্রতদ্বিন্দতিা করতে আওয়ামীলীগরে দলীয় র্প্রাথী মাহমুদ হাসান রপিন, জাতীয় র্পাটরি এ্যাড এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, বকিল্প ধারা বাংলাদশেরে জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র র্প্রাথী হসিবেে বীরমুক্তযিোদ্ধা সযৈ়দ মাহাবুবুর রহমান, বশিষ্টি শল্পিপতি ও সমাজসবেক নাহদিুজ্জামান নশিাদ, শাহ আবু বক্কর সদ্দিকি, এইচ এম এরশাদ, শহদিুল ইসলাম সরকার, বলোল মোহাম্মদ ইউসুফ মনোনয়ন পত্র জমা দযি়ছেনে।
এ নর্বিাচনরে তফসলি অনুযায়ী মনোনয়ন দাখলিরে শষে তারখি ১৩ সপ্টেম্বের, মনোনয়নপত্র বাছাই ১৫ সপ্টেম্বের, মনোনয়ন বাছাইয়রে বরিুদ্ধে আপলিরে শষে তারখি ১৬-১৮ সপ্টেম্বের। আপলি নষ্পিত্তি ১৯ থকেে ২১ সপ্টেম্বের। র্প্রাথতিা প্রত্যাহাররে শষে তারখি ২২ সপ্টেম্বের। আর প্রতীক বরাদ্দ হবে ২৩ সপ্টেম্বের ও ভোটগ্রহণ অনুষ্ঠতি হবে আগামী ১২ অক্টোবর। উপ নর্বিাচনে সাঘাটা উপজলোয় ১০টি ও ফুলছড়ি উপজলোর ৭ টি ইউনয়িন নয়িে গঠতি গাইবান্ধা-৫ আসন। দুই উপজলো মলিে এ আসনটতিে নারী পুরুষ মলিে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৭৫৫ জন।
উল্লখ্যে, গত ২৩ জুলাই গাইবান্ধা – ৫ আসনরে সংসদ সদস্য ও বাংলাদশে জাতীয় সংসদরে ডপেুটি স্পীকার আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বী মযি়ার মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষনা করা হয়। এরপর সংসদীয় নয়িমসারে তফসলি ঘোষণা করে বাংলাদশে নর্বিাচন কমশিন৷ এ উপ নর্বিাচন কে ঘরিে দলীয় র্প্রাথীর পাশাপাশি স্বতন্ত্র র্প্রাথীদরে সর্মথকদরে মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নয়িে ভোটরে উৎসব জমতে শুরু করছে।ে
Leave a Reply