1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচন বুধবারঃ কেন্দ্রে কেন্দ্রে পৌছালো ইভিএম মেশিনসহ ভোটের সরঞ্জাম

  • মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ৫৯

বায়েজীদ গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন আগামীকাল ৪ জানুয়ারী বুধবার সকাল থেকে শুরু চলবে বিকাল পর্যন্ত । উপ -নির্বাচন উপলক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা বিতরণ করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আবদুল মোত্তালিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১৪৫টি ভোটকেন্দ্রের জন্য প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে সব নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে।’
বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ হবে। এবারও ভোট কেন্দ্র গুলোয় সিসিটিভি ক্যামেরা থাকবে। ভোট উপলক্ষে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রে পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাবসহ স্ট্রাইকিং ফোর্স আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। এ ছাড়া ভোটের মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেট।
এ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির এএইচএম গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারার অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন নাহিদুজ্জামান নিশাদ ও বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুর রহমান।
উপ নির্বাচনে গাইবান্ধা ৫ আসনের সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় ৩ লাখ ৩৯ হাজার ৪ জন ভোটার। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৯ হাজার ১৪২ ও নারী ১ লাখ ৬৭ হাজার ৮৬২ জন।
উল্লেখ্য,গত বছরের জুলাইয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। ১২ অক্টোবর এ আসনে উপনির্বাচন হয়। নির্বাচন কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠলে ভোট গ্রহণের মাঝপথে সব কেন্দ্রের ভোট বন্ধ করে দেয় ইসি। ভোট চলাকালে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ৫১টি ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম দেখতে পেয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট