গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ গত শুক্রবার ভোর রাতে বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের হিজলী গ্রামের মৃত মোজাম এর ছেলে মিঠু, মুকুল ও সাবলুর বসতবাড়ীতে অগ্নিকান্ডে ২টি টিনসেট ঘর আসবাবপত্র ৩টি ছাগলসহ নগদ টাকা পুড়ে ভষ্মিভূত হয়েছে।
খবর পেয়ে গতকাল শনিবার উক্ত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ী পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন ৪২, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ডাঃ মোস্তফা আলম নান্নু ও গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন।
সেইসাথে সরকারীভাবে আরো সাহায্য সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল, কাগইল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্বা, গাবতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেকসেনা জালাল, আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক সুইট, লুৎফর রহমান, জুয়েল রানা, যুবলীগ নেতা কৃষ্ণ কুমার সাহা, জাহাঙ্গীর আলম, সাগর মিয়া,
কৃষকলীগ সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারী ফারুক হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম, ইউপি সদস্য বাবলু মিয়া, জাহাঙ্গীর আলম, মিলন মিয়াসহ এমপি ও উপজেলা চেয়াম্যানের শতাধিক সফরসঙ্গী উপস্থিত ছিলেন।
ওই গ্রামে এমপি’র উপস্থিত টের পেয়ে গ্রামবাসী ছুটে আসেন এমপিকে দেখতে। সেইসাথে গ্রামের শতশত নারী-পুরুষ এমপি নান্নুকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com